The Vatman --- Photo courtesy Moja Loss

The Vatman — Photo courtesy Moja Loss

অর্থমন্ত্রী আবুল মাল ওরফে ভ্যাটম্যান বলেছন উনি ভেবেছেন ১০০০ টাকার ৭.৫% হচ্ছে ৭৫০ টাকা মগর বাসায় গিয়ে ক্যালকুলেটর নিয়ে হিসেব করে দেখেন ৭৫ টাকা. এই কষ্টে উনি ভ্যাট মওকূফ করেছেন | উনি ভেবেছেন এই ভ্যাট থেকে হাজার হাজার কোটি টাকা আসবে, আর এই টাকা দিয়ে উনি হলমার্ক আর বেসিক ব্যাংক এর ক্ষতি অল্প কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে তা উঠে আসবে | কিন্তু ১০০০ টাকার ৭.৫% মাত্র ৭৫ হওয়াতে দেখলেন টাকা আসবে মাত্র ৪০০/৫০০ কোটি | তাই বললেন বিরানি খেতে আইসা ভাজা পোড়া খেয়ে পেট নস্ট করব নাকি? যাহ নিমুনা কচুর ভ্যাট, দেখি হয় কোন চ্যাট|