আজ খালেদা জিয়ার জন্মদিন উনিশশ নাই সালের এই দিনে উনি এই পৃথিবীর বুকে পয়দা হন. যদিও তার পাসপর্ট ও এস এস সি থুক্কু জে এস সি সার্টিফিকেট
অন্য কথা বলে মগার উনি ও উনার চাটুবাদি সমাজ আজ জন্মদিন পালন করেই ছাড়বেন বলে জানা গেছে ।

এই ৭০ কেজি কেক এর কোন মাথা থেকে কাটবেন?

এই ৭০ কেজি কেক এর কোন মাথা থেকে কাটবেন?

 

৭০ কে জি কেক এর কোন মাথা থেকে কাটবেন এই নিয়ে বি এন পির পালাতক ও জেলে থাকা নেতাদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। অবশেষে এই বিশাল কেক এর মাঝ্খানে বসে যেকনো মাথা থেকে কাটতে পারেন বলে যানা যায়।
শেষ পর্য্ন্ত এই বিশাল কেক এর মাঝ্খানে বসে যেকনো মাথা থেকে কাটবেন উনি এ নিয়ে দেশি বিদেশি মিডিযায় চরম আগ্রহ দেখা দিয়েছে ।

download
খালেদা জিয়ার গুলশানে কার্যালয়ের সামনে সাজসাজ রব বিরাজ করছে। কার্যালয়ের প্রবেশ ফটকে ফুল, মরিচ বাতি ও বিভিন্ন রঙের কাপড় দিয়ে সাজানো হয়েছে। আজ শনিবার রাত ৮টার দিকে এ চিত্র দেখা গেছে। বিপুলসংখ্যক চাটুবাদি নেতা-কর্মী ‘শুভ শুভ দিন, খালেদা জিয়ার জন্মদিনঽ বলে স্লোগান দিচ্ছিলেন। কার্যালয়ের নিচতলায় মিলনায়তনে আলোকসজ্জা করার পাশাপাশি ফুল দিয়েও সাজানো হয়েছে। কেক কাটার পর চাটুবাদি নেতা-কর্মীরা খালেদাকে কদমবুচি করে পা চেটে তাদের জীবন ধন্য করবেন বলে জানা যায়।