দেশের চলমান সংবিধান ও গনতন্ত্র রক্ষায় খালেদাকে ভাতে, পানি, বিদ্যুতে, ইন্টারনেটে মরার জন্য শেখ হাসিনাকে নির্দেশ দিয়েছেন ক্ষমতায় থাকা অবস্হায় জুতার বাড়ি খাওয়ার ইতিহাসধারী বাংলার এক মাত্র মন্ত্রী শাজাহান খান. আমদের চাটুবেদক  জানতে পারেন,  শাহজাহান খানের নির্দেশ বাস্তবায়নে কয়েক ঘন্টার মধ্যে ঝাপিয়ে পড়েছেন কাক ডাকা ভোরে লাইভ গান শুনা বাংলার ইতিহাসের একমাত্র নেত্রী, বাকশালী শক্তির কর্ণধার শেখ হাসিনা. 
chatukar
শাহজাহান জুতা খান বলেছেন বাংলার সংবিধান ও গনতন্ত্র হয় হুতাশ করতাছে, এই কন্ডিশনে পুত্রশোকে কাতর খালেদা সংবিধান ও গনতন্ত্রের বড় হুমকি তাই হাসিনাকে এই নির্দেশ দিয়েছি. নাহলে দেশের সংবিধান ও গনতন্ত্রএর বাম্পার ফলন ব্যাহত হবে. শাহজাহান জুতা খানের নির্দেশ শিরধার্জ বলে মন্তব্য করেছেন আওমীলীগের জঙ্গি শাখার সদস্য ইনু, হাসান মাহমুদ. উপস্হিত বাকি সদস্যরা লেজ নাড়িয়ে সমর্থন ব্যাক্ত করেন.