বাংলাদেশের কাছে ভারতের এই হারে আম্পায়ারদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় অধিনায়ক ধোনি। চাটুকার ডট কম এর সাথে কথা বলার সময় তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। ম্যাচ হারের পর তাঁর সাথে যোগাযোগ করা হলে তিনি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘গত বিশ্বকাপে আম্পায়াররা আমাদের যেটুক সহযোগিতা করেছিলেন, এই ম্যাচে আমরা তা পাই নি।
ভারতের বাজার থেকে ক্রিকেট বেশি ইনকাম করে তাই আম্পায়াররা ইন্ডিয়াকে সহযোগিতা করা উচিত
তাই এই ম্যাচে পরাজয়ের পুরো দায়ভার আম্পায়ারদের নিতে হবে।’ ‘এই ম্যাচে ভারতীয় দলের কোন সাফল্য আছে কিনা’ প্রতিবেদকের এই প্রশ্নের উত্তরে ধোনি বলেন, আমাদের ক্রিকেটাররা শেষপর্যন্ত সাহস করে মাঠে নেমেছেন এটি আমাদের অন্যতম সফলতা। উল্লেখ্য যে, অনেক ক্রিকেটার নানা অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফরে আসতে চান নি.
ধন হেড ( dick head ) থেকে নাম হয়েছে ধোনি হয়েছে বলে উনি জানান. এই জন্য উনি মাঝে মাঝে dick head এর মত কাজ করেন মোস্তাফিজকে ধাক্কা দেওয়াতে মোস্তাফিজ পুরা ইন্ডিয়াকে ধাক্কা দেয় . আম্পায়াররা ইন্ডিয়াকে সহযোগিতা করলে মোস্তাফিজ এই ধাক্কা দিতে পারত না বলে উনি দাবি করেন
haha great one