বাংলার টম ক্রুজ, বাংলার জেমস্ ক্যামেরুন, চলচিত্র জগতের এক অমানুষিক ইতিহাস জন্মদাতা এম এ জলীল অনন্ত আরো একটি ইতিহাস পয়দাকারি সিনেমা ”আবার খোজ(দ্যা রিস্যার্চ)”. এ বিষয়ে বাংলার জেমস্ ক্যামেরুন বলেন, বর্ষার বাচ্চা পয়দা করতে আমরা অনেক বিজি ছিলাম তাই এই ইতিহাস পয়দাকারি সিনেমা ”আবার খোজ(দ্যা রিস্যার্চ) রিলিজ দিতে দেরি হচ্ছিল.
iVLqxEw
এজ এ এক্টর উনি বাংলার টম ক্রুজ, এজ এ ডিরেক্টর উনাকে বাংলার জেমস্ ক্যামেরুন বলা হয়, এ ব্যাপারে জানতে চাইলে বাংলার টম ক্রুজ এম এ জলীল অনন্ত বলেন, ইউ মেইড এ বেরি ভিগ মিস্টেক. আমাকে এখন আর টম ক্রুজ, জেমস্ ক্যামেরুন বলা হয়না, হলিউড আমাকে নিয়ে রিস্যার্চ করে আজকাল ওখানে আমার প্যান ক্লাব আছে. একহিনী নিয়ে বানানো The Research (দ্যা রিস্যার্চ) আবার খোজ. The Research এর বাংলা আবার খোজ ? জিগ্গেস করলে উনি বলেন, ” ইউ পম বেরি আনএডুকেটেড ব্যাকগ্রউন্ড, হোয়াট ইজ লাভ এর বাংলা নিঃস্বার্থ ভালোবাসা হলে The Research এর বাংলা আবার খোজ হতে পবলেম কই. বেশী কথা বললে তোমাকে আমি ১০ মিনিট ইংলিশ শুনয়া দেব” এ হুমকি শুনে আমাদের চাটুকার প্রতিবেদক মাথা ঘুরে পড়েন. অন্য চাটুকার প্রতিবেদক তাকে উদ্ধার করতে গেলে বাংলার টম ক্রুজ এম এ জলীল অনন্ত বলেন, ” এর সাহ্স কত আমার ইলিশ নিয়ে থুক্কু ইংলিশ নিয়ে কথা বলে আমি দেশের ইংলিশ মিডিয়াম UK এর মানচিস্টার এর ছাত্র, এর হুশ হলে আমি এরে মহসীন আলী ও মাহফুজুর রহমানরে দিয়ে গান শুনাব এর পর মুন্নী সাহাকে দিয়ে ওর ইন্টারভিউ নেওয়ামু . শালা অনন্ত জলীল দেখছ তার ইংলিশ দেখনাই.
images (7)images (8)