By Chatu Chowdhury
আহা তেল উহু তেল
তেলতেলে দুনিয়া,
তেলে মেখে সঙ সাজে
সবগুলো চিড়িয়া।
তেল ভাসে সংসদে
তেল শীতলক্ষ্যায়,
খূনীদের হুংকার
তেলহীন লাশটায়।
আহা তেল উহু তেল, গোবেচারা তেল’রে
বুঝলিনা বঙ্গেতে দেখালি কি খেল রে।
আদিতেও তেল ছিল
তেল অবিনশ্বর,
তেল ছাড়া রঙহীন
সরকারি দপ্তর।
তেল দিলে বেঁচে থাকা
না দিলে ডাব্বা,
তেল খেতে ভালোবাসে
মরে যাওয়া আব্বা।
আহা তেল উহু তেল,কত কি যে দেখালে
তেল ভরা দেশপ্রেম,রাম-শ্যাম-আবুলের।
তেল খান মন্ত্রীরা
তেল খাবে টাইগার,
সরকারী কোষাগারে
বেড়ে উঠে রামপাল।
তেল খাবে ডলফিন
তেল খাবে কুমিরে,
তেল-জলে মিশে এলো
নিউজের কাভারে।
আহা তেল উহু তেল,তুই ব্যাটা নচ্ছার
তোর হাতে জিম্মি মন্ত্রীর সর্দার।