সিলেকসন সুষ্ঠ হয়েছে বলে জানিয়েছেন সিইসি, যার প্রমান গতকাল কোনো বিরোধীদলীয় প্রার্থী গুম হয় নাই এবং তাদের কাউকে ক্রস ফায়ার করা হয় নাই উনি আরো জানান এখন ডিজিটাল বাকশালী যুগে মানুষের কষ্ট করে এত গরম ধুলা বালিতে বাহিরে গিয়ে ভোট দিতে হয়না. তাই আমরা রাত ১২ টা থেকে ভোট দেওয়া শুরু করছি. উনি আরো জানান এখন ডিজিটাল বাকশালী যুগে ৫ ই জানুয়ারী নির্বাচনের পর দেশে গণতন্ত্রের বাম্পার ফলন হচ্ছে । গণতন্ত্রের বাম্পার যুগে ইলেকশন লাগে নারে মমিন সীলেকসন এ কাম চলে.

bangla funny news
তাই এখন থেকে ইলেকশন কমিশন নাম পাল্টে সিলেকসন কমিশন হয়েছে. এখন থেকে আমি সিইসি না সিএসসি.
” নির্বাচন পর্যবেক্ষক দল ইলেকশন ওয়ার্কিং (ইডব্লিউজি) গ্রুপ বলেছে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে উল্লেখযোগ্য মাত্রায় অনিয়ম ও সহিংসতার ঘটনায় ভরপুর ছিল। তাই নির্বাচনের দিন সংগঠিত ‘অপকর্ম’ এবং অনিয়মের কারণে ইডব্লিউজি এ নির্বাচনকে বিশ্বাসযোগ্য মনে করে না।” এ বিষয়ে জিগাইলে সিএসসি বলেন এই নির্বাচন পর্যবেক্ষক দল মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী গোষ্টি তারা গণতন্ত্রের বাম্পার ফলন সহ্য করতে পারছে না. তাদের ক্রস ফায়ারে দেওয়া উচিত বলে উনি জানান. উনি আরো বলেন গতকালের সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়ার দরকার, সেই সাথে আপনার এই নির্বাচন যেন বিশ্ববাসীর কাছে অনুকরণীই হয়ে থাকে।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার নমুনা প্রথম আলো ও যুগান্তর এর সৌজন্যে

prothom alo 1
juganrtor
prothom alo 2