অবশেষে বাকশাল আর বিম্পি একমত হয়েছে, তারা জানিয়েছেন, কপাল পোড়াদের গা গতর পোড়ানো জায়েজ আছে. গ্রেপ্তারের ভয়ে পলাতক এক বিএনপি নেতা ভিডিও বার্তায় বলেন, দেশে মিছিল মিটিং করা যায়না, অবরোধে গাড়ি ভাঙ্গতে চেষ্টা করেন আমদের গনতন্ত্র উদ্ধার কর্মীরা, কিন্তু একোন ভূতের আদেশে গাড়ি যায় পুইড়া মানুষসুদ্ধা এইটা আমার মাথায় ঢুকেনা, যাক ভালই হইছে পাবলিকের ডর বাড়বো.
নাম প্রকাশে অনিচ্ছুক বাকশাল নেতা বলেন, গণতন্ত্রের গুষ্টি উদ্ধারে বাকশালের আগামী ৩০ বছর ক্ষমতায় থাকা দরকার, এই জন্য প্রয়্জনে বাকশাল পালিত বিরোধীদল ছাড়া সবদল নিষিদ্ধ করা হবে. বিম্পি নিষিদ্ধ করার জনমত গঠনে বেশি বেশি মানুষ পোড়ানো খুব জরুরী, এ জন্য সবধরনের সহযোগিতা দিয়ে আসছিল বাকশাল গোপনে, কিন্তু উনি বিম্পির সাথে একমত প্রকাশ করে বলেন, কপাল পোড়াদের গা গতর পোড়ানো জায়েজ আছে. এনিয়ে কোন বক্কর চক্করের সুযোগ নাই.