chatukar

বল অব স্টিল আছাদুজ্জামান মিয়া

আমাদের জাতীয় সঙ্গীত হচ্হে ” আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি “. আর আমাদের এই সোনার দেশের সোনার ছেলেরা দেশকে ভালোবেসে তাদের সোনা উজার করে দিতে চায়. আর তাই তো তারা ঝাপিয়া পরেছিল বর্ষবরণ অনুষ্ঠানে নারীদের উপর.সোনার ছেলেদের দেখে আমারদের দেশের সোনার পুলিশদের বিচি কাধে উঠে যায়, তাই বারবার পুলিশের সাহায্য চাওয়া হলেও পুলিশ লাঞ্ছনাকারীদের ঠেকাতে বা ধরতে এগিয়ে আসেনি। দুজনকে ধরে পুলিশে সোপর্দ করা হলেও পরে তাদের ছেড়ে দেয় পুলিশ। আর সেই হতাশায় কাটাছিল তাদের দিন. অবশেষে তারা তাদের বিচি খুঁজে পেল অসহায় প্রতিবাদকারীদের পিটানোর মাঝে. বিচি ফিরে পেয়ে পুলিশ বীরবিক্রমে আক্রমন করে অসহায় প্রতিবাদকারীদের. যাঁরা নিপীড়কদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করছেন, গতকাল রোববার পুলিশ তাঁদের ওপরই বর্বর হামলা চালিয়েছে।

বিচি খুঁজে পাওয়া পুলিশ

বিচি খুঁজে পাওয়া পুলিশ

নারী লাঞ্ছনার বিচার চাইতে এসে উল্টো লাঞ্ছিত হয়েছেন ছাত্রীরাও। পুরুষ পুলিশের লাথি-ঘুষি খেয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে কয়েকজন ছাত্রীকে। ধাওয়া খেয়ে গাছের আড়ালে লুকিয়ে থাকা ছাত্রীটিকেও চুলের মুঠি ধরে টেনে বের করে পিটিয়েছে পুলিশ।হারিয়া যাওয়া বিচি খুঁজে পায়া তারা খুশিতে আত্মহারা হয়ে তারা লাঠি-সটা ছোড়া-ছড়ি শুরু করে.এতে যদি উত্সাহিত দর্শকদের কারো গায়ে লাগে বা কেও আহত হয় এতে এই সোনার দেশের বিচি ছাড়া পুলিশদের আর দোষ কি? এই আক্রমন সফল ভাবে করাতে ডিএমপি কমিশনারকে বল অব স্টিল উপাধি দেওয়া হয়.সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ডিএমপি কমিশনার, বল অব স্টিল আছাদুজ্জামান মিয়া জানান.