নাশকতাকারীদের বিরুদ্ধে সরকার দেখামাত্র গান শুনাইয়া দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছেন এপার ওপার দুই বাংলার সংগীত জগতের এক অমানুষিক প্রতিভা সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। অবরোধে পেট্রলবোমার আগুনে দগ্ধ লোকজনকে দেখতে আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে যান তিনি। সেখানে নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সরকার আর চেপে থাকতে পারে না। এক সপ্তাহের মধ্যে আমরা এর ব্যবস্থা নিচ্ছি। আমরা এগুলো পার্লামেন্টে তুলব। গণতন্ত্র আজ এই বাংলায় আমার গানের মত চরম উত্তেজনায় আছে.
bangla funny news
আমরা এখন সিদ্ধান্ত নিতে যাচ্ছি সিং অ্যাট সাইট। উনি ইভা রহমান, এবং মাহফুজুর রহমানকে নিয়ে সিং অ্যাট সাইট প্রকল্প শুরু করতে যাচ্ছেন. বাংলার এই তিন অমানুষিক সঙ্গীত তারকার যৌথ পরিবেশনায় গণতন্ত্র এর আকাশের কালো মেঘ দূর হবে বলে সুশীল সমাজ আশা প্রকাশ করেছেন. এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক নাশকতাকারি জানিয়েছে সৈয়দ মহসিন আলী রাজপথে গান গাওয়া শুরু করলে আমাদের রাজপথ কেন. বাংলা, বিহার, উড়িষ্যা ছেড়ে পালাতে হবে. তিনি আরো বলেন এই বাকশাল সরকার মিছিল মিটিং করতে দেয়না এখন শেষ সম্ব্ল চিপা চুপা থেকে পেট্রোল বোমা মারা ও বন্ধ করে দিল. জনগন এই বাকশালী ষড়যন্ত্র মেনে নেবেনা.
bangla funny news
এদিকে মুন্নীসাহাকে চরম উত্তেজিত দেখা যায়. উনি বলেন, এই উদ্যেগ সফল করতে আমি প্রয়্জনে মহসিন আলী, ইভা রহমান, এবং মাহফুজুর রহমানকে আপন হতে গান লিখে দেব. রাস্তায় রাস্তায় জনগণের অনুভূতি জানতে ইন্টারভিউ নেব.

নাশকতাকারীদের এই অমানুষিক গান গুনানোর হুমকি দিয়েছেন মন্ত্রী মহসিন আলী