By Minar Hossain
বাকশালের ঐ লৌহ কপাট,
ভেঙ্গে ফেল কর রে লোপাট,
নূর হুসেনদের রক্ত-জমাট ঐ গোপালির পাষান-বেদী।
ওরে ও তরুণ ঈশান,
বাজা তোর প্রলয় বিষাণ
ধ্বংস নিশান উড়ুক এই কপালির সবুজ-সাদা-কমলা রংয়ের ঐ শাড়ি ভেদি।
গণতন্ত্রের বাজনা বাজা,
এ দেশটির কে মালিক, কে সে রাজা,
কে এই ভাদা ভাবছে গাধা মুক্ত স্বাধীন এই জাতিটি রে?
হা হা হা পায় যে হাসি, বাকশালের গলায় পরবে ফাঁসি,
সর্বনাশী শিখায় এ হীন তথ্যবাবা কে রে!
ওরে ও সব পাগলা (আ)বুইল্যা ,
দেব রে তোদের লুঙ্গি খুইল্যা ,
দালালগুলায় চিপসে ধরে, মারো টান হেচ্কা টানে
মার হাঁক হায়দারী হাঁক, স্বৈরাচারী সব গোপালির বুক কেঁপে যাক
ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে।
নাচে ওই কালবোশাখী,
কাটাবী কাল বসে কি
দেরে দেখি বাকশালের ঐ ভিত্তি নাড়ি
লাথি মার ভাঙ্গরে তালা,
যত সব গোপালিশালায়-আগুন-জ্বালা, আগুন-জ্বালা,
ফেল উপাড়ি।।