দেশের বিরোধী দল পুলিশলীগের দৌড়ানিতে মিছিল মিটিং করতে না পেরে এখন ভাইবার ও ট্যাঙ্গো দিয়া টেলি কনফারেন্সে মিছিল মিটিং সংবাদ সম্মেলন করে. যেটি গণতন্ত্রের গুষ্টি মেরে দিয়েছে, তাই গণতন্ত্রের গুষ্টি উদ্ধারে বাকশালের আগামী ৩০ বছর ক্ষমতায় থাকা দরকার. ভাইবার ও ট্যাঙ্গোর ফুসুর ফুসুরে সব গোল্লায় যাচ্ছে. তাই এসব নিয়ে চুদুর বুদুর ছইলতন, দেশের গণতন্ত্রের গুষ্টি উদ্ধারে শুধু ভাইবার ও ট্যাঙ্গো নয় প্রয়জনে মোবাইল টিএন্ডটি সব বন্ধ হবে তোমরা সবে টেলিগ্রামদিয়ে ভাবের আদান প্রদান করবা. বলেছেন বলেছেন নোবেল পুরস্কার পাবার রহস্য (হোয়াইট ওয়াইন আন্ড স্যান্ডউইচ) উদ্ভাবনকারী ও দুই আনার মন্ত্রী উপাধিদাতা সৈয়দ আসরাফইয়া.
উনি আরো বলেন বাকশাল যুগে ভাবের আদান প্রদান হবে চেতনায়, এসব দুই অনার ভাইবার ও ট্যাঙ্গো, মোবাইল টিএন্ডটি, ইন্টারনেট খালি ঝামেলা বাড়ায়. কিছু কিছু পত্রিকা উল্টাপাল্টা বাকশালী চেতনার বিরোধী কথা বলে তাদের শিক্ষা দিতে দেশে কাগজ উত্পাদন এবং আমদানি নিষিদ্ধ করা হবে. উনি সবাইকে পাথর খোদাই করে লেখার অভ্যাস করার আহবান জানিয়েছেন.
কাগজ উত্পাদন এবং আমদানি নিষিদ্ধ করা হবে. উনি সবাইকে পাথর খোদাই করে লেখার অভ্যাস করার আহবান জানিয়েছেন. , ha ha jotil