সার্ভার এ বালু ঢুকায় বন্ধ ভাইবার, ট্যাঙ্গো, হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন নামের ভয়েস ও মেসেজিং সেবা।
খালেদার বাড়ির সামনে বলির ট্রাকে ফু দেওয়াতে বালি ঢুকে পড়ে ভাইবার, ট্যাঙ্গো, হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন নামের ভয়েস ও মেসেজিং সার্ভার নষ্ট হয়ে যায়। এতে অকার্যকর হয়ে পড়ে এদের সেবা এবং এইগুলো বন্ধ করার খবর হলো বিরোধী দলের গুজব। ডিজিটাল বাংলাদেশকে এনালগ এ পরিনত করতে এ ষড়যন্ত্র করেছেন খালেদা জ়িয়া। তাইতো বলির ট্রাক এ ফু দিয়ে খালেদা নীজে ক্যাচাল লাগিয়েছেন।ডিজিটাল বাংলাদেশ নিয়ে কোনোরকম চুদুর বুদুর চলবেন না বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু । তাঁরা আশা করেছিলেন খালেদা জিয়া অবরোধের নামে বালু নিয়া নাশকতার পথ থেকে সরে আসবেন ।
বালু সরাতে প্রবল বেগে বাতাস করছেন সাবেক মন্ত্রী সাহারা খাতুন ও আবুল হোসেন. এনিয়ে আবুল হোসেন বলেন আমার পদ্মাসেতুর বালি খালেদা ভাইবার, ট্যাঙ্গোর সার্ভার এ ডুকাইছে আর বিশ্বব্যাংক দোষ দেয় আমার. এনিয়ে আবুল হোসেন আরো বলেন এক দৌড়ে মন্ত্রী হইছিলাম আর এক দৌড়ে পদ্মাসেতু বানাইলইতাম মগার খালেদা আমার বালি ভর্তি ট্রাকের বালি গায়েব করে দেয়. এই জন্য গেল আমার মন্ত্রীগিরি আর পদ্মাসেতুর স্বপ্ন. খালেদার গুষ্টি কিলাই, তার মেকাপ সাপ্লাই বন্ধ করা হবে ভেরি সুন.