পোড়ানো আর দৌড়ানো চলছে চলবে

bangla funny news

পোড়ানো আর দৌড়ানো চলছে চলবে

পোড়ানো আর দৌড়ানো চলছে চলবে
বিশিষ্ট শিল্প-সংস্কৃতি মনা মানুষ, কাক ডাকা ভোরে লাইভ গান শুনা বাংলার ইতিহাসের একমাত্র নেত্রী, বাকশালী শক্তির কর্ণধার হাসিনা বলেছেন, ” আন্দোলনকারিদের আমরা মরণ পর্যন্ত দৌড়বো”
অন্যদিকে দীর্ঘদিনের গদিহীন নেত্রী বেগম খালেদা জিয়া বলেন, ”আমি গদি পাওয়ার আগ পর্যন্ত পোড়াবো”.
রিক্সা, টেম্পু, ও অন্যান্য পরিবহন শ্রমিকদের উনি বলেন, ” যুগ পাল্টেছে রিক্সা, টেম্পু, বাস না চালায়া ফ্রিল্যান্সার হও, তাইলে গাড়ি পোড়ালে তোমাদের কুছ নেহি হোগা. আমারে ক্ষমতা দেয়ার আগ পর্যন্ত আমি রিক্সা, টেম্পু,বাস, ট্রাক, বিমান, ট্রেন যা পাই পোড়ামু, এক ভিতরে মানুষ না ছাগল আছে সেটা আমার দেখার বিষয়না. আমরা পোড়াব তোমরা পুড়বা, বেশী চং বংগ করবা ইন্টারনেটেও অবরোধ ডাকবো পরে ফ্রিল্যান্সার ও হবার পারবনা.
বাকশালী শক্তির কর্ণধার হাসিনা বলেছেন, ” আলোচনার গুষ্টি কিলাই, হিংসায় মেলায় ক্ষমতা আলোচনায় বহুদূর” তিনি আরো বলেন, গণতন্ত্রের বাম্পার ফলনের যুগে আলোচনার কথা আসে কেনো? গণতন্ত্রের বাম্পার ফলন বজায় রাখতে আমাদের ২০১৯,২০২৪,২০২৯ এ ও আমরা ক্ষমতায় আসব তারপর জয় যদি একটু বিশ্রাম নিতে চায় নিবে”
২০১৯,২০২৪,২০২৯ সালে ক্ষমতায় আসবেন এখনই কিভাবে সিওর হলেন? জিগ্গেস করলে উনি বলেন, ” তুমি আবারো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কথা বল কেন?”
গতি ভাল না ঠেকায় চাটুকার প্রতিবেদক রাস্তা মাপা শুরু করেন.