চড় মেরে বললাম ‘শালা কান ধর’ মগার ধরে না | যখন বলি শামিম ওসমান আইতাছে তখন শালা ঠিকই কানে ধরে | সাংসদ সেলিম ওসমান দুঃক্ষ করে বলেন শামিম ওসমান কইলে বাঘে মহিষে একসাথে পানি খায় আর আমার কথা স্কুল মাস্টার শুনে না | এই দুঃক্ষ কই রাখি, তাই গোস্বা করে দুটা থাপ্পর মারি শালা মালাউনরে | সারা বছর নামাজ রোজা করার টাইম পাই না তাই একটু ইসলামের খেদমত করলাম আরকি |
শিক্ষককে সাংসদ সেলিম ওসমান ‘তারছেড়া’ বলেছেন। জানিয়েছেন, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির ব্যাপারে সাংসদের কাছে প্রমাণ আছে। শিক্ষকের পরিবার লিখিত দিয়েছে। তাই একটু ইসলামের খেদমত করলাম |
ভিডিওটিতেই তো দেখা যাচেছ যে আপনি নিজেই হুকুম দিচেছন | এটা বললে উনি বলেন ওটা আসল না ওটা জামাত বিএনপির ষড়যন্ত্র | শ্যামল কান্তিতো হিন্দু । উনার অতো মান সম্মান, ধর্মীয় অনুভুতি, এসব কিছুই নাই। কান ধরে উঠবস করাতে উনার কিছু হয়ওনি। মানুষ জন শুধু শুধু সমলোচনা করছে। খেয়ে দেয়ে কাজ নাই কারো
ha ha great
not a joke
haha very funny