অলরাউন্ডার নাসির হোসেন একাদশে পাপন রাগে চেইত্তা মেইত্তা শেষ। এবিষয়ে পাপান বলেন, নাসির এর হালি হালি মাইয়া বান্ধবি ডজন ডজন মুবাইল ।
অমি চেতমু নাকি তুই চেতবি ? এই নাসির এর বয়সে অমি য্খ্ন ছিলাম তখন হালার মুবাইলই অবিস্কার হয়নাই । অমার জুয়ান বয়সে খালি বন মানুষ আর ডাইনেসর গুরাগুরি করত । নাসির এর হালি হালি মাইয়া বান্ধবি আর অমার এই বয়স গেছে হাত এর উপর দিয়া। আর ভাল সাবান লোসন কিচ্ছু পাওযা যেতনা ।
মেজাজ কি এম্নে খারাপ হয় কাকু । আজকাল ইসটিডিয়াময়ে কত্ত কত্ত মাইয়া আহে । হালার আমার যৌবন কালে বোরখা পইরাও কেউ আইতোনা । কইল্জা ফাইট্টা যায় । সুতরাঙ নাসির দলে থাকলে গেনজাম হইয়া যাইব কইলাম । কবি বলেছেন
”ধন্যবাদ মাননীয় পাপন
আপনি ভাবেননা নাসিরকে আপন
তাইতো নাসির চান্স পেয়েই..
তোলে মাঠে কাঁপন!!”