হ ভাই, গুজব বেরিয়েছে যে, বাংলার টম ক্রুজ এবার আসছে তারপর বাঁধ বরবাদ প্রোডাকশন থেকে খোঁজ দ্য সার্চ এর দ্বিতীয় পর্ব নিয়ে আবার খোঁজ রিসার্চ|
এই খবর বাংলার চলচ্চিত্রের আকাশে ড্রোনের মতো ঘুরে এসেছে, বাংলার ঘরে ঘরে এই খবর শুনে চরম অস্থিরতা কাজ করছে, এই হৃদয়বিদারক মুভি বাংলার কোটি মানুষের হৃদয়ের হোগলার বেড়া ছিড়ে ফেলবে, আর দর্শকরা ছিড়বে তাদের শরীরের বিভিন্ন স্থানের চুল.
এদিকে হল কর্তৃপক্ষ আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাট আগামী কয়েক বছরের টিকেট বুক হয়ে গেছে| এই নিয়ে চরম হতাশায় পড়া এক দশক আবেগ জড়িত ফন্টে তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন যে “এক হাজার বছর পরের টিকেট থাকলেও তার কাছে যেন বিক্রি করা হয় সেই প্রয়োজনে টাইম মেশিন বানিয়ে ওই cinema দেখে আসবে”|
আর এই নিয়ে কোন স্থানে কোন চুদুরবুদুর চলে উনি আড়িয়াল খাঁ নদী তে ঝাঁপ দেওয়ার হুমকি দিয়েছে|
অন্যদিকে বাংলার টম ক্রুজের প্রোডাকশন বরবাদ প্রোডাকশন বলেছে যে নদীতে ঝাঁপ দেওয়ার প্রয়োজন নাই কারা হলিউডে না পারলে বলিউডে, বলিউডে না পারলে ঢালিউডে, ঢালিউডে না পারলে কালিউঠে, সেখানেও না পারলে তারা নাইজেরিয়ার Nollywood e এই মুভি দেখানোর ব্যবস্থা করবেন|
এই নিয়ে বাংলার চাটুকারদের মধ্যে সিনা টান টান উত্তেজনা দেখা দিয়েছে