১৪৪ ধরা নতুন আইনে সরকারী দলের জন্য প্র্জোয্য নয়, পুলিশ প্রধান
by admin | Jan 7, 2015 | তেলনীতি |

”দেশের জন্য জীবন বাজী রেখে পুলিশ সদস্যের লড়াই”
১৪৪ ধরা নতুন আইনে সরকারী দলের জন্য প্র্জোয্য নয় বলে পুলিশ প্রধান জানিয়েছেন. সংসদে কবে এই আইন পাস হলো জিগ্গেস করলে পুলিশ প্রধান বলেন ” পালিত বিরধীদলীয় সংসদীয় ব্যবস্থায় নির্বাহী আদেশই যথেষ্ট. সংসদে যাবার দরকার নাই বলে উপরের নির্দেশ আছে. কিন্তু আপনাদের পিস অব মাইন্ড এর জন্য আমরা সরকারকে আদেশ দিতে পারি এই আইন পাস করার জন্য. সরকারকে পুলিশ আদেশ দেবার এখতিয়ার রাখে কিনা এই প্রশ্নে বলেন. ”সরি ভুল হইসে ইদানিং কে কারে কোনখান থেকে আদেশ দেয় এটা ঠিক মতো মালুম করা যায় না”. তারপর একবার চোখটিপ দিয়ে উনি বলেন, ”মাঝারি এবং নিচুসারীর নেতাদের আমরা আন্দোলন দমনে কি স্টেপ নিতে হবে তা নির্দেশ দিতে পারি”.
১৪৪ ধরা জারি করার কি দরকার? জিগ্গেস করলে উনি বলেন, ” শান্তিপূর্ণ আন্দোলনে দাবিও আদায় হয়না দেশের জনসংখা নিয়ন্ত্রন হয়না এই জন্য জাতীয় সার্থে আমরা জ্বালাও পোড়াও আন্দলন উতসহ দেই. দেশের জনসংখা নিয়ন্ত্রন কি পুলিশ এর দায়িত্ব কিনা? জিগ্গেস করলে উনি রেগে বলেন ” তোমার দায়িত্ব আমার ইন্টারভিউ নেওয়া নাকি? তোমার দায়িত্ব বিভিন্ন ওয়েব সাইট থেকে খবর কপি কাটচাট করে বানানো. কইযে যাই আজকাল সংবাদিকদের কাজ ও পুলিশএর শেখানো লাগে”
এবিসয়ে ছাত্রলীগ এর কেন্দ্রীয় সভাপতি বলেছেন এক আধটু আনন্দল্ন্ ঠুসঠাস নাহলে রাজনীতি করে শান্তি নাই. এই জন্য ৫ ই জানুয়ারী বিএনপি না পরলে ও আমরা ঢাকা অবরোধ করে রাখছি. অনেকদিন হরতাল, অবরোধ করার সুযোগ পাইনা এই জন্য হাতপা নিসপিস করে. ছাত্রলীগ নেতা কর্মীরা মাঝে মাঝে নিজেদের মধ্যে মারামারি করে করে প্রাকটিস রাখতেছে. দেশের জনসংখা নিয়ন্ত্রন ও মুক্ত চেতনার জন্য ইহা অতীব জরুরী.
lol