সংবিধান ও গনতন্ত্র এ আজ ইট বালুর ট্রাককের গুরুত্ব

এবিসয়ে এক আওমিলিগ নেতা নাম প্রকাশ করার শর্তে বলেন, কথা পুলিশ ঠিক বলেছে বাকশালী চেতনায় হিংসা, হানাহানির কোনো জায়গা নেই. বিএনপি নেত্রীর সুবিধার জন্য ইট, বালি, এবং উনার দাবি মত রড সিমেন্ট ও কামিং ভেরি সুন. বিএনপি নেত্রীর সব সুযোগ সুবিধা দেখা হবে প্রয়জনে উনাকে বাকশালী চেতনার ট্যাবলেট খাওয়ানো হবে. যাতে আমাদের পারস্পরিক বোঝাপড়াটা ভালো হয়. আমরা একমাত্র বাকশালী চেতনায় বিশ্বাসী এই নিয়ে অন্য কোন চুদুর বুদুর চইলতন. আপনারও চুদুর বুদুর কম করেন উনাকে আমরা ইট, বালির ট্রাক দিছি গ্রেনেডের ট্রাক দিছি নাকি মিয়া?
সংবিধান ও গনতন্ত্র এ আজ ইট বালুর ট্রাককের গুরুর্ত বলে বুঝানো যাবেনা.
images (2)

আলু বালুর ট্রাক এর নিচে চাপা পড়েছে

বিএনপি নেত্রীরা দেখতে দলের প্রধানকে কাচা বাজার নিয়ে যাওয়ার সময় পুলিশের বাধা দেওয়া গুজব বলে উড়িয়ে দিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা. তিনি বলেন আমরা বিএনপি নেত্রীর সেবা যত্ন করার জন্য নানাবিধ ব্যাবস্হা নিয়েছে. আপনারা উল্টাপাল্টা নিউজ ছাপন কেনো? ঢাকার জানজটে কষ্ট হবে বলে উনাকে অফিস থেকে বের হতে দেইনা. উনার কাছে বোরিং লাগলে আমরা কানামাছি, ধাক্কাধাক্কি, পেপারস্প্রে নিয়ে উনাকে বিনোদন দেবার চেষ্টা করি. বিএনপি নেত্রীরা যখন আলু পটল নিয়ে দেখতে যায় আমরা বাধা দেইনাই মগার কিভাবে যেন আলু বালুর ট্রাক এর নিচে চাপা পড়ছে. কিন্তু আমরা এটা নিয়ে ইনভেস্টিগেট করতেছি”