আহা তেল উহু তেল

By Chatu Chowdhury আহা তেল উহু তেল তেলতেলে দুনিয়া, তেলে মেখে সঙ সাজে সবগুলো চিড়িয়া। তেল ভাসে সংসদে তেল শীতলক্ষ্যায়, খূনীদের হুংকার তেলহীন লাশটায়। আহা তেল উহু তেল, গোবেচারা তেল’রে বুঝলিনা বঙ্গেতে দেখালি কি খেল রে। আদিতেও তেল ছিল তেল অবিনশ্বর, তেল ছাড়া রঙহীন...

বাকশালের ঐ লৌহ কপাট

By Minar Hossain বাকশালের ঐ লৌহ কপাট, ভেঙ্গে ফেল কর রে লোপাট, নূর হুসেনদের রক্ত-জমাট ঐ গোপালির পাষান-বেদী। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান উড়ুক এই কপালির সবুজ-সাদা-কমলা রংয়ের ঐ শাড়ি ভেদি। গণতন্ত্রের বাজনা বাজা, এ দেশটির কে মালিক, কে সে রাজা, কে এই...